ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ঢাকায় ক্যারিয়ারের শেষ কনসার্ট করবেন তাহসান

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৪:৪৭:৪৬

ঢাকায় ক্যারিয়ারের শেষ কনসার্ট করবেন তাহসান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে অংশগ্রহণের সময় ইঙ্গিত দিয়েছেন যে তিনি সংগীত জগৎ থেকে বিদায় নেবেন। তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় ছড়িয়েছে। তবে পরে তিনি নিশ্চিত করেছেন, “কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।”

গানের অবসরের কারণ সম্পর্কে জানতে চাওয়ায় তাহসান বলেন, “না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণজীবনে ফিরে যেতে চাই। তাই এই অবসর নেয়া।”

এর আগে রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্‌যাপন অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”

তাহসান আরও যোগ করেন, “ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।”

সংগীত ও বিনোদন জগতে তাহসান খান একজন বহুমুখী শিল্পী হিসেবে পরিচিত। তিনি গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে তার একক সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর সদস্য হিসেবে কাজ করেছেন এবং ব্যান্ডের হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত