ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

প্রত্যাশা পুরণে বাধাঁ হয়ে দাঁড়ালো ৭ কোম্পানি

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৮:০৪:৫১

প্রত্যাশা পুরণে বাধাঁ হয়ে দাঁড়ালো ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সুচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে থাকে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জেগে উঠে। কিন্তু দুপুর ১টার পর সেই প্রত্যাশা হতাশায় পরিণত হয়। দিনশেষ ডিএসইর প্রধান সূচক ৪২.৪১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৫০ পয়েন্টে, যার দায় ছিল ৭ কোম্পানির। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, ওয়ালটন হাইটেক, ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং লাফার্জহোলসিম। এই ৭ কোম্পানি আজ ডিএসই সূচক থেকে প্রায় ১২ পয়েন্ট মাইনাস করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে থেকে প্রায় ৬ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৩.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৮ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারটির দর ১১৭ টাকা থেকে ১২৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৭ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ২.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৬০ পয়সায়। আজ শেয়ারটির শেয়ার দর ১৫৯ টাকা থেকে ১৬৪ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩ কোটি ৫২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে রবি আজিয়াটা। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে ১ পয়েন্টের বেশি মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ২.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৩০ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৪ কোটি ১৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ৪ কোম্পানির মধ্যে- ওয়ালটন হাইটেক প্রায় ১ পয়েন্টের বেশি, ইসলামী ব্যাংক ১ পয়েন্ট সোস্যাল ইসলামী ব্যাংক ১ পয়েন্ট এবং লাফার্জহোলসিম ১ পয়েন্টের বেশি মাইনাস করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত