ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

হাইপারসনিক অস্ত্রে চীনের তুলনায় পিছিয়ে কোন দেশ ?

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৫:৩৫:৫৩

হাইপারসনিক অস্ত্রে চীনের তুলনায় পিছিয়ে কোন দেশ ?

নিজস্ব প্রতিবেদক :বিশ্বজুড়ে হাইপারসনিক অস্ত্র তৈরি ও গবেষণায় এখন দুই প্রধান ধারা বিদ্যমান—রকেটচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড যান। এই ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলে উৎক্ষেপণের পর বিচ্ছিন্ন হয়ে হাইপারসনিক গতিতে চলে এবং তাদের গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় প্রতিরক্ষায় আটকানো কঠিন। চীন ও রাশিয়া এ প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চীন ২০২০ সাল থেকে ডিএফ-জেডএফ হাইপারসনিক গ্লাইড যান সেনাবাহিনীতে সরবরাহ করছে এবং সামরিক কুচকাওয়াজে ওয়াইজে-১৭, ওয়াইজে-১৯ ও ওয়াইজে-২০ সহ বিভিন্ন হাইপারসনিক অস্ত্র প্রদর্শন করেছে। রাশিয়া অ্যাভানগার্ড, জিরকন ও কিনজাল নামক হাইপারসনিক অস্ত্র মোতায়েন করেছে, যদিও বাস্তব ব্যবহারে কিছু সীমাবদ্ধতা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের হাইপারসনিক অস্ত্র প্রোগ্রাম কিছুটা বিলম্বিত। চলতি বছরের শেষ নাগাদ ‘ডার্ক ইগল’ মোতায়েনের পথে রয়েছে। বিমানবাহিনীর এআরআরডব্লিউ ও এইচএসসি এম প্রোগ্রামও ধীরগতিতে এগোচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নৌ ও বায়ুসামর্থ্য এবং স্টেলথ প্রযুক্তি চীনের তুলনায় বড় সুবিধা দিচ্ছে। তবে সিএসআইএসের জ্যেষ্ঠ ফেলো টম কারাকো সতর্ক করেছেন যে, অর্থ বরাদ্দে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হওয়া পর্যন্ত বৈপ্লবিক অগ্রগতি আশা করা যাচ্ছে না।

হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের তুলনায় স্পষ্ট হলেও, ওয়াশিংটনের উপকরণ, নৌ ও বায়ুসামর্থ্য এবং স্টেলথ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ধীরে হলেও প্রযুক্তিতে অগ্রগতি করছে, তবে চীনের মতো দ্রুত গতিতে এগোতে হলে যথাযথ বাজেট ও নীতি প্রয়োজন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত