ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ডিভিডেন্ডের দৌঁড়ে এগিয়ে তথ্যপ্রযুক্তির যেসব কোম্পানি

হাসান মাহমুদ ফারাবী:
হাসান মাহমুদ ফারাবী:

রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ১৮ ০০:০৭:০৩

ডিভিডেন্ডের দৌঁড়ে এগিয়ে তথ্যপ্রযুক্তির যেসব কোম্পানি

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাত সাম্প্রতিক সময়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। খাতটির মোট ১১টি কোম্পানির মধ্যে ৮টি কোম্পানিই সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) মুনাফায় ধস দেখিয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এসব কোম্পানি প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য এক ধরনের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুনাফার এই ভাটা ইঙ্গিত করছে, তথ্যপ্রযুক্তি খাতের বেশ কিছু কোম্পানি খরচ নিয়ন্ত্রণ, ব্যবসা সম্প্রসারণ এবং বাজার চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছে।

তবে সব কোম্পানির চিত্র যে একেবারেই নেতিবাচক, তা নয়। একই সময়ে খাতটির তিনটি কোম্পানি—অগ্নি সিস্টেমস, এডিএন টেলিকম এবং আইটি কনসালট্যান্টস—শেয়ারহোল্ডারদের জন্য ইতিবাচক খবর নিয়ে এসেছে। তারা আগের বছরের তুলনায় মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে। বিশেষ করে টেলিকম সেবাদাতা ও প্রযুক্তি-ভিত্তিক সল্যুশন প্রদানকারী এই কোম্পানিগুলো বাজারে নতুন সুযোগ কাজে লাগাতে এবং খরচ দক্ষতা বজায় রাখতে সফল হয়েছে। ফলে তারা প্রতিযোগিতার মধ্যে থেকেও মুনাফা বৃদ্ধির ধারা ধরে রাখতে পেরেছে।

এভাবে দেখা যাচ্ছে, তথ্যপ্রযুক্তি খাতের সামগ্রিক চিত্র মিশ্র। একদিকে অধিকাংশ কোম্পানির মুনাফায় ভাটা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগ তৈরি করেছে, অন্যদিকে অল্প কয়েকটি কোম্পানির উজ্জ্বল পারফরম্যান্স খাতটির সম্ভাবনাকে এখনো টিকে থাকার বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বাজারে প্রতিযোগিতা ও খরচ চাপ আরও বেড়ে গেলেও যারা সঠিক পরিকল্পনা, উদ্ভাবনী প্রযুক্তি এবং গ্রাহক চাহিদাকে গুরুত্ব দিতে পারবে, তারাই সামনে টিকে থাকবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সক্ষম হবে।

অগ্নি সিস্টেমস

সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ —মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ৪.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৭২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৪ কোটি ৮০ লাখ টাকা।

এডিএন টেলিকম

সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ —মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৬৪ কোটি ৬৫ লাখ ২ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৯৬ কোটি ৬৬ লাখ টাকা।

আইটি কনসালট্যান্টস

সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ —মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ১২৮ কোটি ৫৯ লক্ষ ৩ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত