ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

অনিয়মের অভিযোগে শাহজালাল ইক্যুইটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৭:৫৭:৫৫

অনিয়মের অভিযোগে শাহজালাল ইক্যুইটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিতর্কিত মার্চেন্ট ব্যাংক শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত কমিশনের ৯৭৩তম সভায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছিল। বিএসইসির তদন্ত কমিটি তাদের কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রি-আইপিও প্লেসমেন্টে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টাকা ছাড়াই শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে হিসাবকারসাজি এবং প্রসপেক্টাসে মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত ছিল।

কমিশনের মতে, ইস্যু ম্যানেজারের দায়িত্ব ছিল এসব অনিয়ম ও তথ্যের সঠিকতা যাচাই করা। কিন্তু শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড তা না করে জাল তথ্য সম্বলিত প্রসপেক্টাসকে অনুমোদন দিয়েছে। এ কারণে কমিশন লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখযোগ্য, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ইউনুস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অন্তর্ভুক্ত। গ্রুপের কর্ণধার মোহাম্মদ ইউনুস শেয়ারবাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত। তার মালিকানাধীন সোনালী পেপারের শেয়ার সম্পর্কেও নানা অভিযোগ রয়েছে। ইতোমধ্যে এসব বিষয়ে বিএসইসি বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

তদন্তে আরও জানা গেছে, সাবেক কর কর্মকর্তা মতিউর রহমান শাহজালাল ইক্যুইটির অলিখিত উপদেষ্টা ছিলেন। মোহাম্মদ ইউনুস ও মতিউর রহমানের যোগসাজসে একটি চক্র গঠন হয়েছিল, যা দুর্বল কোম্পানিকে আইপিওতে নিয়ে আসা, অবৈধ প্লেসমেন্ট ও অন্যান্য জালিয়াতির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করেছে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত