ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ভয়াবহ সাইবার হামলা: ১৫ লাখ মানুষের তথ্য বেহাত

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৪:২৯:৫৭

ভয়াবহ সাইবার হামলা: ১৫ লাখ মানুষের তথ্য বেহাত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে।

হামলার শিকার হয়েছে দেশটির অন্যতম আইটি সিস্টেম প্রোভাইডার প্রতিষ্ঠান মিলিজোডেটার ওয়েবসাইট। প্রতিষ্ঠানটি সুইডেনের সবচেয়ে বড় আইটি সেবা সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত। গত ২৩ ও ২৪ আগস্ট এ সাইবার আক্রমণ চালানো হয়। এরইমধ্যে সুইডেনের আইন ও বিচার মন্ত্রণালয় ঘটনাটি তদন্তে নির্দেশ দিয়েছে।

দেশটির মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ মানুষের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এছাড়া, ১৬৪টি পৌরসভা ও সিটি করপোরেশন, চারটি প্রাদেশিক সরকার এবং বহু বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যও বেহাত হয়েছে।

তদন্ত কমিটির প্রধান স্যান্ড্রা হেলগাদোত্তির জানিয়েছেন, “আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি সাধারণ মানুষের তথ্য চুরির বিষয়টিকে। এখন পর্যন্ত তদন্তে আমরা নিশ্চিত হয়েছি এটি দেশীয় হ্যাকার বা হ্যাকার গ্রুপের কাজ। বিদেশি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সুইডিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হ্যাকাররা সরকারের কাছে অর্থের দাবি জানিয়েছে। তারা বলেছে, যদি ১ দশমিক ৫ বিটকয়েন বা প্রায় ১৭ লাখ ডলার দেওয়া হয়, তবে চুরি হওয়া তথ্য ফাঁস বা বিক্রি করবে না। অন্যথায় আগামী সপ্তাহের মধ্যে এসব তথ্য ডার্কনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা।

ঘটনার পর থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সুইডেনের বিভিন্ন থানায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত