ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের আট কোম্পানির মুনাফা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে আসন্ন ডিভিডেন্ডকে ঘিরে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ’২৪-মার্চ ’২৫) এই পতন স্পষ্ট হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যেখানে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা লক্ষ্য করা গিয়েছিল, এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। এতে খাতটির সার্বিক অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অর্থবছরের সমাপ্তি ঘনিয়ে আসায় শিগগিরই কোম্পানিগুলো পর্যায়ক্রমে ডিভিডেন্ড ঘোষণা শুরু করবে। তবে মুনাফা হ্রাসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। তাদের আশঙ্কা, আগের বছরের মতো আকর্ষণীয় ডিভিডেন্ড এবার আর নাও পেতে পারেন।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, আইটি খাতের সার্বিক কর্মদক্ষতা ও ভবিষ্যৎ মুনাফা পুনরুদ্ধারের সক্ষমতার ওপরই বিনিয়োগকারীদের আস্থা নির্ভর করছে। তবে যেসব কোম্পানির রিজার্ভ পরিশোধিত মূলধনের তুলনায় বেশি, সেগুলোর ডিভিডেন্ড হয়তো না বাড়লেও অন্তত কমবে না—এমন আশা করছেন তারা।
মুনাফা কমে যাওয়া ৮ কোম্পানি হলো-আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস,বিডিকম অনলাইন, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, ইনটেক লিমিটেড এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক-আইএসএন।
আমরা নেটওয়ার্ক
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪২ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ৯২ কোটি ৯৮ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১৩৬ কোটি ০৮ লাখ টাকা।
আমরা টেকনোলজিস
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির লোকসান ছিল ১২ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ৬৪ কোটি ৭০ লাখ ৭ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৫ কোটি ৬৫ লাখ টাকা।
বিডিকম অনলাইন
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ৮৯ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ৫৯ কোটি ৯৪ লাখ ১ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২১ কোটি ৮৯ লাখ টাকা।
ড্যাফোডিল কম্পিউটার্স
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৮ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২১ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ৪৯ কোটি ৯১ লাখ ২ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকা।
ই-জেনারেশন
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ৭৫ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৮১ কোটি ২৪ লাখ টাকা।
জেনেক্স ইনফোসিস
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৪ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ১২০ কোটি ৪৫ লক্ষ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১২২ কোটি ২১ লাখ টাকা।
ইনটেক লিমিটেড
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ৩১ কোটি ৩২ লক্ষ ১ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে নেগেটিভ ৩১ কোটি ৪৯ লাখ টাকা।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক-আইএসএন
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১২ পয়সা। কোম্পানিটির মূলধন রয়েছে ১০ কোটি ৯২ লক্ষ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে নেগেটিভ ৭ কোটি ৬৯ লাখ টাকা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক