ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৭:৫০:৪৬

কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই বাড়ছে বলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দাম বাড়ছে। কোম্পানিটি নিজেও শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ছিল ১৪৫ টাকা ১০ পয়সায়। যা ১৫ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৭৫ টাকায়। অর্থাৎ ১৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৯ টাকা ৯০ পয়সা বা ২১১ শতাংশ।এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করেছে ডিএসই কর্তৃপক্ষ।

সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। ২০২৫ সালের ডিভিডেন্ড ঘোষণা করার সময় এলেও কোম্পানিটি এখনো ২০২৪ সালে ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত