ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি মুসলিম দেশগুলোকে একটি যৌথ নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজা ও কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা মুসলিম দেশগুলোকে একজোট হয়ে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
সুদানি রোববার দোহায় আলজাজিরা চ্যানেলকে বলেন, “দোহায় মঙ্গলবার বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। মুসলিম দেশগুলো কেন নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না?”
তিনি আরও জোর দিয়ে বলেন, আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানাতে হবে। এই মন্তব্য আসে এমন এক সময় যখন দোহায় আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং কাতারে হামলার পরিণতি মোকাবেলায় কেন্দ্রীভূত হবে।
বৈঠকে বহু বছর আগে মিসর কর্তৃক প্রস্তাবিত যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টিও আলোচিত হওয়ার আশা করা হচ্ছে। সুদানি বলেন, ইসলামী বিশ্বে ইসরায়েলকে প্রতিহত করার জন্য “অসংখ্য হাতিয়ার” রয়েছে এবং সতর্ক করে দেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থামবে না। তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা পরিকল্পিত হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন।
ইসরায়েলি হামলা একটি আবাসিক কমপ্লেক্সে আঘাত হানে, যেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতার এই হামলাকে ‘কাপুরুষোচিত’ এবং আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করেছে, তারা ইসরায়েলের ‘অসতর্ক আচরণ’ বরদাস্ত করবে না। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধবিরতি আনার প্রচেষ্টায় কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা বৃহস্পতিবার কাতারে হামলাকে নিন্দা জানিয়ে সব পক্ষকে “শান্তির সুযোগ কাজে লাগানোর” আহ্বান জানিয়েছেন, যদিও তারা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেননি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)