ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
জেন-জি বিক্ষোভের সহিংসতার বিচার হবে: সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আশ্বাস দিয়েছেন যে, জেন-জি (Gen-Z) বিক্ষোভে সংঘটিত সহিংসতার বিচার করা হবে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।
শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর রবিবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ঘোষণা করেন। এছাড়া, তিনি তার সরকারের রূপরেখার অংশ হিসেবে নির্বাচনের প্রতিশ্রুতিও দেন।
সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বক্তব্যে কার্কি বলেন, বিক্ষোভের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হচ্ছে এবং এতে ষড়যন্ত্রের প্রশ্নও উঠে এসেছে। তিনি জানান, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন ব্যবসায়িক কমপ্লেক্স এবং ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুরের ঘটনায় তদন্ত চালানো হবে। সত্য উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সুশীলা কার্কি বলেন, "মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে আমি এমন পরিবর্তন আগে দেখিনি।" তিনি এ প্রজন্মের দাবিগুলো পূরণ করতে সকলকে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, "আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি; আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি। দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে ও দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে ইতিবাচক মনোভাব ও সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের কোনো বিকল্প নেই।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত