ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

শেয়ারবাজারে ৬ কোম্পানির শেয়ারে ঝড়ো মুনাফা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১২:১১:৫৭

শেয়ারবাজারে ৬ কোম্পানির শেয়ারে ঝড়ো মুনাফা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের মধ্যেও কয়েকটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য আশার আলো দেখাচ্ছে। গত এক মাসে ছয়টি কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন সর্বোচ্চ মুনাফা। তালিকায় রয়েছে— আইএসএন, ইনটেক, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স, ডমিনেজ স্টিল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। স্টকনাও এ তথ্য জানিয়েছে।

এক মাসেই তিন অঙ্কের মুনাফা

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য কোম্পানিগুলো থেকে এক মাসের ব্যবধানে বিনিয়োগকারীরা ৫২ শতাংশ থেকে ১৪৮ শতাংশ পর্যন্ত লাভ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে আইএসএন। কোম্পানিটির শেয়ারদর মাসের ব্যবধানে বেড়েছে ১৪৮.১৬ শতাংশ।

শুধু আইএসএন নয়, পুরনো কোম্পানি জিকিউ বলপেনও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এর শেয়ারদর বেড়েছে ৮৬.৭৯ শতাংশ। অন্যদিকে, টেক্সটাইল খাতের মুন্নু ফেব্রিক্স ৬২.৪১ শতাংশ মুনাফা দিয়েছে। একই সময়ে স্টিল খাতের ডমিনেজ স্টিল বেড়েছে ৫৩.২৮ শতাংশ এবং বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের দাম বেড়েছে ৫২.৪৭ শতাংশ।

‘বি’ ক্যাটাগরির শেয়ারে বাড়তি ঝুঁকি

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই মুনাফার পেছনে ঝুঁকির দিকও রয়েছে। কারণ, ছয় কোম্পানির মধ্যে আইএসএন, ইনটেক, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স ও ডমিনেজ স্টিল—সবই ‘বি’ ক্যাটাগরির শেয়ার, যা সাধারণত মৌলভিত্তি দুর্বল ও অনিয়মিত লভ্যাংশ প্রদানকারী প্রতিষ্ঠান। অর্থাৎ দ্রুত দাম বাড়লেও হঠাৎ দরপতনের আশঙ্কাও থেকে যায়।

প্রগতি লাইফ তুলনামূলক নিরাপদ, তারপরও ঝুঁকিতে

আলোচ্য ছয় কোম্পানির মধ্যে একমাত্র ‘এ’ ক্যাটাগরির শেয়ার হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এর মৌলভিত্তি অন্যান্যগুলোর তুলনায় তুলনামূলক ভালো হলেও শেয়ারবাজারের সামগ্রিক অস্থিরতা থেকে এটি পুরোপুরি মুক্ত নয়। বিশ্লেষকদের মতে, বীমা খাতের এই কোম্পানি বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হলেও এটিও বর্তমানে ঝুঁকির কিনারায় রয়েছে। এখানেও সতর্কতা অবলম্বন করা জরুরি।

বিনিয়োগে সতর্কতার পরামর্শ

বাজারে এ ধরনের শেয়ারের দ্রুত উত্থান বিনিয়োগকারীদের আকৃষ্ট করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ‘হটকেক’ শেয়ারে অন্ধভাবে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কারণ অল্প সময়ে অস্বাভাবিক দরবৃদ্ধি প্রায়শই টেকসই হয় না। তাই বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি, আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত