ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

মিউচুয়াল ফান্ডে অনিয়ম ও অর্থপাচার: বিএসইসির তদন্ত শুরু

২০২৫ সেপ্টেম্বর ১৩ ০০:০৫:৩২

মিউচুয়াল ফান্ডে অনিয়ম ও অর্থপাচার: বিএসইসির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ঘিরে নানা অনিয়ম, আইন লঙ্ঘন ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে। বিশেষ করে কোম্পানির পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ ও আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ সবচেয়ে আলোচিত।

এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমের ওপর তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬টি বিষয় তদন্ত করার জন্য তিন সদস্যের এক টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির, উপ-পরিচালক এস. এম. আহসানুল কবির এবং সহকারী পরিচালক মো. মতিউর রহমান।

তদন্তের আওতায় যা আসবে

কমিটি এলআর গ্লোবালের অধীনে পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ড—ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড—এর আর্থিক লেনদেন খতিয়ে দেখবে।

তদন্তে বিশেষ গুরুত্ব পাবে:

• নগদ অর্থ ও সিকিউরিটিজ বিক্রির অর্থ আত্মসাৎ বা পাচারের অভিযোগ

• ভুয়া আয় প্রতিবেদন এবং ফান্ডের আয়-ব্যয়ের অসঙ্গতি

• অতালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ ও তার বাস্তব রিটার্ন

• পরিচালন ব্যয় বাবদ অযৌক্তিক খরচ

• মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘনের প্রমাণ

পাশাপাশি এলআর গ্লোবালের গঠনতন্ত্র, সংঘবিধি, বোর্ড মিটিং ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীসহ সব নথি যাচাই করা হবে।

বিএসইসির সাম্প্রতিক পদক্ষেপ:

সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এলআর গ্লোবালকে অবৈধভাবে বিনিয়োগ করা ৪৯ কোটি টাকা ফেরত আনার নির্দেশ দিয়েছে বিএসইসি। সুদসহ অর্থ ফেরত না আনতে পারলে ৬০ কোটি টাকা পর্যন্ত জরিমানা ধার্য হবে। এর মধ্যে শুধু ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামের ওপরই ৫০ কোটি টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া কোম্পানির পরিচালক জর্জ স্টককে ৪ কোটি টাকা, সাবেক লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকি গোমেজকে ১ কোটি টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের ওপর মোট ১ কোটি টাকা জরিমানা ধার্য হয়েছে।

ছয়টি মিউচুয়াল ফান্ড হলো- (১) ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (২) গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড (৩) এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড (৪) এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১ (৫) এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং (৬) এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালেও তহবিল পরিচালনায় অনিয়মের কারণে এলআর গ্লোবালকে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল বিএসইসি।

বাজার সংশ্লিষ্টদের দাবি:

বাজার বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এলআর গ্লোবালের কার্যক্রমে নানা গরমিল থাকলেও তা উপেক্ষিত ছিল। বর্তমান কমিশনের এই তদন্ত আদেশ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। তাদের মতে, এই অনুসন্ধানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনিয়ম প্রকাশ পেলে ভবিষ্যতে অন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর জন্যও দৃষ্টান্ত তৈরি হবে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত