ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
নুরের ওপর হামলা কাণ্ডে আসিফের পোস্ট ভাইরাল

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দেশের রাজনীতির সংস্কৃতি নিয়ে কড়া মন্তব্য করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।
আসিফ আকবরের ফেসবুক পোস্টটিতে লাল রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা ছিল: "আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।"
শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া এই স্ট্যাটাসে আসিফ সরাসরি কারো নাম উল্লেখ না করলেও, তার অনুরাগীরা মন্তব্য ঘরে ইঙ্গিত করেছেন যে, তিনি সম্ভবত সরকারপক্ষের একজন আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। নেটিজেনদের মতে, নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও তোপের মুখে পড়েন ওই আইন উপদেষ্টা, আর সেটিই আসিফের এই স্ট্যাটাসের মূল কারণ।
আসিফের এই স্ট্যাটাস দেওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রায় ১ লাখের বেশি রিয়্যাক্ট পড়েছে এবং প্রায় ৫ হাজারের বেশি অনুসারী মন্তব্য করেছেন, যা তার মন্তব্যের প্রভাব প্রমাণ করে।
প্রসঙ্গত, গতকাল (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত এবং তার নাক ফেটে গেছে। বর্তমানে তার জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে