ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের ভিসা ফি বাড়ল দ্বিগুণের বেশি

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ আগস্ট ২৫ ১০:২৬:১৬
যুক্তরাষ্ট্রের ভিসা ফি বাড়ল দ্বিগুণের বেশি

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা (বি১/বি২) ফি দ্বিগুণের বেশি বাড়ছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে ১৮৫ ডলারের এই ফি বেড়ে দাঁড়াবে ৪৩৫ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।

মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পাস হওয়া ‘বিগ বিউটিফুল বিল’-এর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসাধারী দেশে পরিণত হতে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফি ফেরতযোগ্য হওয়ার সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট নিয়ম চূড়ান্ত হয়নি। ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণ আগের তুলনায় আরও ব্যয়বহুল হয়ে পড়ছে। উদাহরণস্বরূপ- পাঁচ সদস্যের একটি পরিবারকে শুধু ভিসা ফি বাবদই দিতে হবে প্রায় ২ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় আড়াই লাখের কাছাকাছি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্তে পর্যটন ভিসায় আগ্রহ কমবে। একই সঙ্গে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দর্শক, এমনকি অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

তথ্য : ইউএসএ টুডে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত