ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভায়

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার উত্তরের গাজা শহর দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। শুক্রবার (৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে এ অভিযানের প্রস্তুতি নিতে বলা হয়েছে। খবর আল-জাজিরার
অ্যাক্সিওস-এর সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে তিনি জানতে পেরেছেন, ‘রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে। গাজা শহর দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুতি নেবে এবং এর বাইরে থাকা বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।’
আল-জাজিরার এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের উচ্চপর্যায়ের এক কর্মকর্তার বরাতে জানা গেছে আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবিরসহ অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরটি ঘিরে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে স্থল অভিযান চালানো হবে।
ওয়াশিংটন থেকে আল-জাজিরার প্রতিনিধি শিহাব রাটটানসি বলেন, গাজা শহর দখলের এমন প্রস্তুতির ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর এই পরিকল্পনায় কার্যত সমর্থন দিয়েছেন।
এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নিতে চায় তবে সেখানে সরাসরি সরকার গঠন করতে নয় বরং একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে তা তৃতীয় কোনো পক্ষের হাতে তুলে দিতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড