ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিনি  কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ৩১ ২১:২০:০৮
ফিলিস্তিনি  কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

গত ২১ মাস ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এর ওপর গত তিন মাস ধরে গাজায় খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না দেশটি। ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হামলা আর দুর্ভিক্ষের এমন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কোনো ভিসা দেওয়া হবে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করায় যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা স্বার্থ বিবেচনায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পিএ ও পিএলও ১৯৮৯ সালের পিএলও আইন এবং ২০০২ সালের মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন অনুসরণ করেনি। এসব আইনের মধ্যে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ তোলার প্রচেষ্টা, কথিত সন্ত্রাসবাদে সমর্থন এবং সন্ত্রাসী হিসেবে অভিযুক্তদের ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদ ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন... বিস্তারিত