ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

নিষিদ্ধ হতে পারেন লিওনেল মেসি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ২৪ ১৬:১১:০৯
নিষিদ্ধ হতে পারেন লিওনেল মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি আসরের অল-স্টার ম্যাচে নির্বাচিত হয়েও অংশ নেননি ইন্টার মিয়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। এমএলএসের নীতিমালা অনুযায়ী, অল-স্টার ম্যাচে খেলোয়াড়রা যদি চোটগ্রস্ত না হন এবং তারপরও ম্যাচে না খেলেন তাহলে পরবর্তী ক্লাব ম্যাচে তাদের বাধ্যতামূলকভাবে মাঠের বাইরে থাকতে হয়। এ নিয়ম ভঙ্গ করায় এবার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি ও আলবা।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে অল-স্টার সপ্তাহের আয়োজন হলেও মেসি-আলবা দুজনই সেখানে উপস্থিত ছিলেন না। অল-স্টার ম্যাচটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) অস্টিনের কিউ২ স্টেডিয়ামে যেখানে এমএলএস অল-স্টারস দল ৩-১ গোলে হারায় মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসকে।

আলবার স্কিল চ্যালেঞ্জে অংশ নেওয়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তিনি। তবে মেসি ও আলবার অনুপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।

এই নিয়ম ২০১৮ সালেও প্রয়োগ করা হয়েছিল যখন অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তখন তিনি এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেছিলেন।

এদিকে মেসি ও আলবার সাম্প্রতিক ব্যস্ত সূচি ও ক্লান্তির বিষয়টি বিবেচনায় নিলেও তাদের অনুপস্থিতির পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ না থাকায় শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি জুলাইয়ে ইন্টার মিয়ামি পাঁচটি ম্যাচ খেলেছে এবং অল-স্টার সপ্তাহ শেষে শুরু হচ্ছে লিগস কাপ।

ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষ দল এফসি সিনসিনাটির বিপক্ষে। যাদের কাছে আগের ম্যাচে ৩-০ গোলে হেরেছিল মিয়ামি। এরপর তারা মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব আটলাসের সঙ্গে লিগস কাপে। এমন গুরুত্বপূর্ণ সময়ে মেসি ও আলবার সম্ভাব্য নিষেধাজ্ঞা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত