ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ঘরের মাঠে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে আরও একটি রুদ্ধশ্বাস জয় তুলে নিল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল লিটন দাসের দল। আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে না পারলেও বোলারদের সম্মিলিত আক্রমণে সফরকারীদের ১২৫ রানেই আটকে দেয় টাইগাররা।
বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। শরিফুল ইসলাম ও তানজিম সাকিবের জোড়া আঘাতে সফরকারীরা মাত্র ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে। তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া শরিফুল এদিন শুরু থেকেই ছিলেন বিধ্বংসী।
তবে অষ্টম উইকেটে আব্বাস আফ্রিদি ও ফাহিম আশরাফের ৪১ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনে। বিশেষ করে ফাহিম আশরাফ একাই ম্যাচ ঘুরিয়ে দেন। ৩২ বলে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে তিনি জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন। ম্যাচ যখন পাকিস্তানের হাতের মুঠোয় চলে আসছিল, তখনই গুরুত্বপূর্ণ মুহূর্তে ফাহিমকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিশাদ হোসেন। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৩টি এবং শেখ মেহেদী ও তানজিম সাকিব ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জাকের আলীর লড়াকু ফিফটি সত্ত্বেও বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। ওপেনার নাইম শেখ, অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দ্রুত ফিরে গেলে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তোলেন শেখ মেহেদী ও জাকের আলী। এই দুজন পঞ্চম উইকেটে ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মেহেদী ২৫ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হলেও শেষ পর্যন্ত একাই লড়ে যান জাকের। তার লড়াকু ৫৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানের সংগ্রহ পায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা