ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নিয়মভঙ্গের জেরে বাফুফে-কে হাজার ডলার জরিমানা

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ২১ ০০:২৮:২৬
নিয়মভঙ্গের জেরে বাফুফে-কে হাজার ডলার জরিমানা

গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নিয়মভঙ্গের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি। বাফুফের প্রতিনিধিদের গাফিলতির কারণেই ঢাকার মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে ২ মিনিট বিলম্ব হয়েছিল, যার খেসারত দিতে হলো এই অর্থদণ্ডের মাধ্যমে।

ঘটনার সূত্রপাত হয় ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধে। এএফসি'র তদন্তে উঠে এসেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের ভুলের কারণেই দ্বিতীয়ার্ধ শুরু হতে ন্যূনতম ২ মিনিটের মতো অতিরিক্ত সময় লেগেছিল। এই বিলম্ব ফিফার নিয়মাবলী এবং এএফসি'র খেলার নির্দেশনা ভঙ্গের শামিল।

এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির গত ১৭ জুলাই অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফে-কে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ঘটে, তাহলে বাফুফেকে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, যা ফুটবল ভক্তদের জন্য মোটেও সুখকর হবে না।

এই জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। শুধু বাংলাদেশ নয়, একই কমিটির সভায় মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানসহ আরও কয়েকটি দেশকেও বিভিন্ন নিয়মভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত