ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
নিয়মভঙ্গের জেরে বাফুফে-কে হাজার ডলার জরিমানা

গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নিয়মভঙ্গের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি। বাফুফের প্রতিনিধিদের গাফিলতির কারণেই ঢাকার মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে ২ মিনিট বিলম্ব হয়েছিল, যার খেসারত দিতে হলো এই অর্থদণ্ডের মাধ্যমে।
ঘটনার সূত্রপাত হয় ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধে। এএফসি'র তদন্তে উঠে এসেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের ভুলের কারণেই দ্বিতীয়ার্ধ শুরু হতে ন্যূনতম ২ মিনিটের মতো অতিরিক্ত সময় লেগেছিল। এই বিলম্ব ফিফার নিয়মাবলী এবং এএফসি'র খেলার নির্দেশনা ভঙ্গের শামিল।
এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির গত ১৭ জুলাই অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফে-কে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ঘটে, তাহলে বাফুফেকে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, যা ফুটবল ভক্তদের জন্য মোটেও সুখকর হবে না।
এই জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। শুধু বাংলাদেশ নয়, একই কমিটির সভায় মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানসহ আরও কয়েকটি দেশকেও বিভিন্ন নিয়মভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব