ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে থামল পাকিস্তান

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ২০ ১৯:৫২:৫০
বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে থামল পাকিস্তান

বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১১০ রানে আটকে গেল পাকিস্তান। আজ রবিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস। টানা ৯ ম্যাচ পর টসে জয় পাওয়ার পর তার নেওয়া সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা।

দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুবকে (৬) মোস্তাফিজের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এখান থেকেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের সূচনা। পাওয়ার প্লেতে ৪১ রানের মাঝে হারায় ৪ উইকেট।

তাসকিন ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। একমাত্র ওপেনার ফখর জামান করেছেন সর্বোচ্চ ৪৪ রান, যদিও ইনিংসের শুরুতেই মাত্র ৪ রানে শেখ মেহেদীর বলে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু তা তালুবন্দি করতে পারেননি তাসকিন।

শেষ পর্যন্ত রান আউট হয়ে ফেরেন ফখর জামান। এরপর ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়েন আব্বাস আফ্রিদি। তিনটি ছক্কায় ২২ রানের একটি ইনিংস খেলে পাকিস্তানকে কোনোমতে একশ ছুঁইছুঁই স্কোরে পৌঁছে দেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ও কার্যকর ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ পান সর্বোচ্চ ৩ উইকেট, খরচ করেন ২২ রান। তানজিম সাকিব ও শেখ মেহেদী একটি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত