ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
ব্রহ্মপুত্রে চীনের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু

হিমালয়ের পাদদেশে যেখানে একসময় ইয়ারলুং সভ্যতার হাত ধরে প্রথম তিব্বতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল সেখানে এবার গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ। শনিবার (১৯ জুলাই) চীন তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং জাংবো নদীতে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।
ইয়ারলুং জাংবো নদী ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত। এটি এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মেগা-বাঁধ প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন। নদীটি তিব্বত হয়ে ভারতের অরুণাচল ও আসাম এবং বাংলাদেশে প্রবেশ করে। এটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৃষিভিত্তিক প্রাণরেখা হিসেবে বিবেচিত।
চীন ২০২০ সালের নভেম্বরে এই প্রকল্পের পরিকল্পনার ঘোষণা দেয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিক অনুমোদন দেয় বেইজিং। ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে পরিবেশবান্ধব জ্বালানির অংশ হিসেবে বাঁধ নির্মাণে গতি আনে চীন।
তবে পরিবেশবাদী সংগঠন ও তিব্বতের মানবাধিকার গ্রুপগুলো এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, নদীর উৎসমুখে এ ধরনের বিশাল বাঁধ নির্মাণ নিম্নাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য এবং পানি প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তিব্বতের নিংচি এলাকায় নির্মাণাধীন এই জলবিদ্যুৎ প্রকল্প কেবল স্থানীয় চাহিদা মেটাবে না, বরং উৎপাদিত বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে।
চীনের ইয়ারলুং জাংবো নদীতে নির্মিতব্য বিশাল জলবিদ্যুৎ প্রকল্প শেষ হলে তা বিশ্বের সর্ববৃহৎ থ্রি গর্জেস বাঁধকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, এই প্রকল্প ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহে থাকা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটিতে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।
এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। চলতি বছরের জানুয়ারিতে নয়াদিল্লি জানিয়েছিল, তিব্বতে এই বাঁধ নির্মাণ বিষয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগ জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ প্রকল্প ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিবৃতিতে আরও বলা হয়, উজানে এমন কোনো কার্যক্রম যেন না হয়, যাতে ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহে থাকা দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে চীনকে নিশ্চিত করতে বলা হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, প্রকল্পটি নিম্নপ্রবাহে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় থাকবে।
এদিকে পরিবেশবাদীরাও প্রকল্পটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, তিব্বতের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এমন মেগা অবকাঠামো প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
উল্লেখ্য, থ্রি গর্জেস বাঁধ নির্মাণের সময় চীন প্রায় ১৪ লাখ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করেছিল। যদিও ইয়াংসি নদী তীরবর্তী অঞ্চল ঘনবসতিপূর্ণ। তবে ইয়ারলুং জাংবো নদীর আশপাশে তেমন জনসংখ্যা নেই।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন বাঁধটি নির্মিত হচ্ছে তিব্বতের মিডগ কাউন্টিতে, যেখানে জনসংখ্যা মাত্র ১৪ হাজার। তবে কত মানুষ স্থানান্তরিত হতে পারে সে বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না’ কোনো মন্তব্য করেনি।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ২৫ লাখ বর্গকিলোমিটারের তিব্বত মালভূমি কয়েকটি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে এবং এখানকার হিমবাহ, ঝর্ণা ও নদীগুলো ভারত, চীন ও ভুটানের প্রায় ১৮০ কোটি মানুষকে পানীয় জলের উৎস সরবরাহ করে। ইয়ারলুং জাংবো বা ব্রহ্মপুত্র নদ এই অঞ্চলের জন্য জীবনরেখার মতো গুরুত্বপূর্ণ।
সূত্র: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু