ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
জবি হত্যাকাণ্ড: মা নিজেই ছেলে মাহিরকে থানায় ধরিয়ে দিলেন

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় অভিযুক্তদের একজন মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। নিহত জোবায়েদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মাহিরকে শনাক্ত করা হয়। সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই তাকে বংশাল থানায় নিয়ে হাজির হন এবং পুলিশে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি।
রোববার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর আরমানিটোলায় একটি টিউশনি থেকে জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদের লাশ উদ্ধার করা হয়। পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন জোবায়েদ। তার লাশ রক্তমাখা অবস্থায় বাড়ির সিঁড়িতে পাওয়া যায়। পুলিশ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দুজনকে পালিয়ে যেতে দেখা গেছে, তবে তাদের মুখ শনাক্ত করা যায়নি।
নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত অভিযোগ করেন, পাঁচজনকে আসামি করে মামলা করতে চেয়েছেন—শিক্ষার্থী বর্ষা, তার বাবা-মা, বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু নাফিসকে। তবে বংশাল থানার ওসি অভিযোগ গ্রহণে বিলম্ব করেছেন। ওসি পরামর্শ দিয়েছেন, কয়েকজনের নাম কমিয়ে মামলা করা হোক, যা কার্যক্রমকে দেরি করেছে।
পুলিশ বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। রাত ১১টার দিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে বাসা থেকে থানায় আনা হয়। হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান নিয়েছে এবং তাতিবাজার মোড় অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতের স্মরণে দুই দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া ২২ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর