ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
১ দিনে গাজায় ১৫৩ টন বোমা ফেললো ইসরায়েল
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
রোববার এককালে ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার সংসদ নেসেটে এই তথ্য জানান। তিনি বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।
ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় রোববার দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। তবে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।
এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সোমবার নেতানিয়াহু মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এর সঙ্গে বৈঠক করেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিশেষ দূত ও কুশনারের সঙ্গে আলোচনা করেছেন। কিছু দিনের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রীও ইসরায়েল সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ ২৪ ঘণ্টার জন্য বাতিল করার পর সোমবার তা পুনরায় অনুমোদন দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে দুই ইসরায়েলি সেনা নিহত হন।
এই ঘটনার জবাবে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করার আদেশ দেয় এবং রাতের বিমান অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন