ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

আন্দোলনের মুখে চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে বাড়তি ট্যারিফ স্থগিত

২০২৫ অক্টোবর ১৯ ২২:২৫:১৬

আন্দোলনের মুখে চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে বাড়তি ট্যারিফ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আন্দোলন ও হুমকির মুখে অবশেষে চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে আরোপিত বর্ধিত ট্যারিফ স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে কয়েকদিন ধরে চলা অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, ট্রেইলার পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি জানান, বাড়তি মাশুলের কারণে শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল, যা দেশের আমদানি-রফতানি কার্যক্রমে বড় প্রভাব ফেলেছে। বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাড়ি প্রবেশে বর্ধিত ট্যারিফ স্থগিত থাকবে।

বন্দর সচিব আরও বলেন, এই ফি বাড়ানোর বিষয়টি সরকারি গেজেটের মাধ্যমে অনুমোদিত হওয়ায় বন্দর প্রশাসনের হাতে পরিবর্তনের এখতিয়ার সীমিত। তবে আজকের বৈঠকের আলোচনার ভিত্তিতে আমরা বিষয়টি বোর্ডে প্রস্তাব আকারে পাঠাবো এবং মন্ত্রণালয়ে সুপারিশ করব। চূড়ান্ত সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে। আপাতত বাড়তি ফি স্থগিত থাকবে।

বৈঠক শেষে বাংলাদেশ কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, বর্ধিত প্রবেশ ফি স্থগিতের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। বন্দর চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, পণ্যবাহী সব গাড়ির ক্ষেত্রে ফি বাড়ানোর সিদ্ধান্ত আপাতত কার্যকর হবে না। আমরা শ্রমিকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছি। বর্তমানে প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ডভ্যান বন্দরে পণ্য ডেলিভারি ও রপ্তানি কাজে যোগ দেবে।

এর আগে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে পরিবহন শ্রমিক ও মালিকরা পণ্য পরিবহন বন্ধ রেখে আন্দোলনে নামে।

এদিকে, চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম সাত দিনের মধ্যে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে। না হলে বন্দর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম মহানগরের নেভি কনভেনশন সেন্টারে ফোরামের আয়োজিত এক প্রতিবাদ সভায় এ হুমকি দেন আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। সেখান থেকে জানানো হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতির কারণে তিনি এখন বিষয়টি মনোযোগ দিয়ে দেখতে পারছেন না।

আমীর হুমায়ুন আরও বলেন, আমরা আজকের এই সভার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। যদি দ্রুত উদ্যোগ না নেওয়া হয়, ব্যবসায়ীরা আর অপেক্ষা করবে না। আমরা বাধ্য হব কঠোর কর্মসূচি দিতে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত