ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন, যা ইতোমধ্যে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ পুঁজি গ্রাস করেছে। এই পতনের মাতমে সব খাতের শেয়ারেই ধস পরিলক্ষিত হচ্ছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পতনের চিত্র আরও তীব্র হয়েছে।
বাজারের চিত্র বলছে, যেখানে গত সপ্তাহে ডিএসই-র প্রধান সূচক কমেছিল ১৬৪ পয়েন্ট (অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩৩ পয়েন্ট), সেখানে আজ একদিনেই সূচক কমেছে উদ্বেগজনক ৭৫ পয়েন্ট। এই ভয়াবহ পতনের ফলে একদিনেই বাজার মূলধন থেকে উধাও হয়েছে ১২৩৪ কোটি টাকা, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ি, শেয়ারবাজারে বর্তমানে ১০ কোটি টাকা মূলধনের নিচে রয়েছে ২৫টি কোম্পানি, যাদেরকে ছোট বা স্বল্প মূলধনী শেয়ার বলা হয়। এসব শেয়ার সাধারণ মন্দা বাজারে উল্লম্ফন দেখায়। কিন্ত আজ পতনের তান্ডবে সেগুলোও একযোগে দর হারিয়েছে।
কোম্পানিগুরো মধ্যে আজ সবচেয়ে বেশি দর হারিয়েছে মুন্নু এগ্রো ১৪.২৪ শতাংশ, রহিম টেক্সটাইল ৬.৮৭ শতাংশ, ঝিলবাংলা সুগার ৬.৭১ শতাংশ।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারের এই অস্থিরতা ও আস্থাহীনতা ঢালাওভাবে কমছে সব খাতের শেয়ারদর। প্রথাগতভাবে, পতনের বাজারে ছোট মূলধনী শেয়ার বা 'পেনি স্টক'গুলো নেতিবাচক প্রবণতায় বন্দী থাকে না; বরং প্রায়শই উল্টো দিকে চলতে দেখা যায়। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। বর্তমানে ছোট ও দুর্বল কোম্পানির শেয়ারগুলো বেশি চাপে পড়ছে। সামান্য তারল্য সংকট বা নেতিবাচক খবর এলেই তা তীব্র দরপতনে রূপ নিচ্ছে, যা শেয়ারবাজারের অস্থিরতার গভীরতা নির্দেশ করে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে যখন টানা দরপতন চলে, তখন সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে দ্রুত এসব স্বল্প মূলধনী শেয়ার বিক্রি করে দিচ্ছেন, যা বাজারের 'সেল প্রেসার' বা বিক্রির চাপকে আরও বাড়িয়ে তুলছে। স্বল্প মূলধনী শেয়ারগুলোর একদিনে একযোগে এই পতন নির্দেশ করে যে, সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছেন। বাজারের এই 'রক্তক্ষরণ' বন্ধ না হলে ছোট পুঁজির বিনিয়োগকারীরা ভয়াবহ লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার