ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নি-হ-ত

২০২৫ অক্টোবর ২০ ১৮:০৭:৩২

যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নি-হ-ত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের শুজাইয়্যা এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। সেনারা দাবি করেছেন, ওই ব্যক্তিরা হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরাইলি সেনাদের জন্য ‘হুমকি সৃষ্টি করেছিল’।

গাজা সরকার জানিয়েছে, চলতি বছরের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। তারা আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে ইসরাইল অন্তত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা সাম্প্রতিক সময়ে একাধিক বিমান হামলা চালিয়েছে। এতে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গাজা অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। এই পরিস্থিতি এলাকায় মানবিক সংকট এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত