ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে নেই কোনো অনিশ্চয়তা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজকে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে তিনি এই তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন যে, সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে এবং এ বিষয়ে কোনো সংশয় নেই। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা মো. মাহফুজ আলম জানান, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কোনো গণমাধ্যমকে ফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে। এটি দেশের গণতান্ত্রিক পরিবেশে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করে।
সাক্ষাৎকালে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা দুই দেশের মধ্যে শিক্ষামূলক বিনিময়কে উৎসাহিত করবে।
বৈঠকে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন। এই বৈঠকটি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর