ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায়
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সফরে অবস্থান করছে। সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা।
বিডার পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিনিধিদলে বিডা ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। সফরটি বাস্তবায়িত হচ্ছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির কারিগরি সহায়তায়।
সফরের সময়কালীন ২১ থেকে ২৩ অক্টোবর কোরিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বৈদ্যুতিক সরঞ্জাম, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, বস্ত্র, রসায়ন ও ভারী নির্মাণ শিল্পে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে।
প্রতিনিধিদল কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের (MOTIE) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব, প্রস্তাবিত কোরিয়া বাংলাদেশ সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) এবং বাণিজ্য সংক্রান্ত নীতিগত বিষয়।
সফরের অন্যতম আকর্ষণ হলো গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ শীর্ষক বিনিয়োগ সেমিনার, যা ২১ অক্টোবর সিউলে অনুষ্ঠিত হবে। যৌথভাবে সেমিনার আয়োজন করছে বিডা ও সিউলে বাংলাদেশ দূতাবাস, সহযোগিতায় রয়েছে ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজ (FKI)। এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, প্রস্তুতি ও সম্ভাবনা তুলে ধরা হবে।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশকে কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য নতুন উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে উপস্থাপন করতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর