ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
বিক্ষোভে উত্তাল ঢাকা সিটি কলেজ
ঢাকা সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকেই ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়ামুল হক স্বেচ্ছাচারী ও কর্তৃত্ববাদীভাবে কলেজ পরিচালনা করছেন। তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী প্রশাসনিক অনিয়মে জড়িত বলেও দাবি করেন তারা। এছাড়া সম্প্রতি আহত শিক্ষার্থীদের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও ফি প্রদানসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এইচএসসি ২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, ‘স্বঘোষিত অধ্যক্ষের স্বৈরাচারিতায় কলেজের পরিবেশ ক্রমেই নষ্ট হচ্ছে। আমরা পড়াশোনায় ফিরতে চাই তবে তার পদত্যাগ ছাড়া সেটা সম্ভব নয়।’
২৫তম ব্যাচের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘শুধু আমরা না, আগের ব্যাচেরাও একই অভিযোগ করেছে। কিন্তু প্রতিবারই প্রশাসন অভিযোগ চেপে গেছে। এবার আমরা পিছপা হব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলন থামাতে কলেজ কর্তৃপক্ষ গেট বন্ধ করে আন্দোলন দমনের চেষ্টা করছে। তারা প্রশাসনের কোনো নোটিশ মানবেন না বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থী সংঘর্ষে মেহেদী হাসান তানিম ও অপু নামে দুই শিক্ষার্থী আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এতসব ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল