ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
গণমাধ্যম সংস্কারে একাধিক সুপারিশ; আসছে অধ্যাদেশ

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ গ্রহণ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগ খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ অধ্যাদেশ জারি করা হবে।
সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতি আধুনিকায়ন ও সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিকভাবে বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, পাঠক, দর্শক ও শ্রোতাদের চাহিদা ও সন্তুষ্টি যাচাই করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে প্রতি বছর একটি জরিপ পরিচালনা করা হবে।
এছাড়াও বিজ্ঞাপন শিল্পে কোনো ধরনের যোগসাজশ কিংবা প্রতিযোগিতা পরিপন্থি কৌশল রয়েছে কি না, তা যাচাইয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এফএম রেডিও লাইসেন্সের বিপরীতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমানো হবে। এছাড়া, এফএম রেডিওতে বিজ্ঞাপন প্রচারে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি দিতে হবে। বিজ্ঞাপন আয়ের ওপর ২ শতাংশ সরকারি ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচার করতে হবে।'
এতে আরও বলা হয়েছে, 'গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী ও অতিথি উপস্থাপক/আলোচকদের সম্মানির ওপর অগ্রিম কর রহিতের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
টেলিভিশন চ্যানেলগুলোর আপ-লিংক ও ডাউন-লিংকের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিএসসিএলের সঙ্গে আলোচনা করা হবে।
এছাড়াও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম সময়োপযোগী করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ‘বিসিএস ইনফরমেশন একাডেমি’ প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- স্টক ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ফার্মা খাতের ১৫ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে