ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন যতজন হাজি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৩ ১৬:১৯:৫৫
বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন যতজন হাজি

সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিরা এ বছর হজে বাড়ি ভাড়া কমানোর কারণে বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন সরকারি ব্যবস্থাপনায় হজ করা পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, এ বছরের সাফল্য এবং আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

তিনি জানান, এবারের হজে ব্যয়ের পর হিসাব নিকাশ অনুযায়ী একজন হাজি ন্যূনতম ৫ হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত