ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জরুরি অবস্থা জারি ইস্যুতে বড় সিদ্ধান্ত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৩ ১৫:৪৭:১৪
জরুরি অবস্থা জারি ইস্যুতে বড় সিদ্ধান্ত

জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত এখন শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে নয় বরং বিরোধীদলীয় নেতা বা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনায় এ বিষয়ে সংবিধান সংশোধনের ব্যাপারে একমত হয় দলগুলো।

আলোচনার শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জাতীয় সনদ প্রণয়নে চলতি প্রক্রিয়ায় ৩১ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন।” তিনি মৌলিক বিষয়ে দ্রুত ঐকমত্য গড়ে তুলে জাতীয় সনদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিশনের এবং আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলী রীয়াজ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত