ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরনের পথে শেয়ারবাজার

বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণের পথে দেশের শেয়ারবাজারের লেনদেন চিত্র। যেভাবে সূচক ও লেনদেন বাড়ছে তা বিনিয়োগকারীদের জন্য খুবই ইতিবাচক। ধারাবাহিক উত্থানে লোকসান কাটিয়ে মুনাফার প্রত্যাশায় রয়েছে বিনিয়োগকারীরা। আজকের বাজার বিনিয়োগকারীদের সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। রবিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে বন্ধ থাকার চলতি সপ্তাহ মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এই ৪ কার্যদিবসেই টানা উর্ধ্বমূখীয় ছিল বাজার। এর ফলে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বেড়েছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৯৪ পয়েন্ট, যা চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮ পয়েন্টে। চলতি সপ্তাহের ৪ দিনে সূচক বেড়েছে ১৭৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, চলতি সপ্তাহের গত তিন কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (১০ জুলাই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। তবে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও টাকার লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১০ জুলাই) সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮.০৩ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮.৬২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৬টির দর বেড়েছে, ১২৮টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৭৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ০৯ জুলাই লেনদেন হয়েছিল ৬৯০ কোটি ৬২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১১ কোটি ৬০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮১.৬৫ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ভারতের ২৫০ সেনা নিহত
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- কারো বাবা শেষ সম্বল বিক্রি করেছেন, কারো বাবাই নেই
- শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু