ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরনের পথে শেয়ারবাজার

বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণের পথে দেশের শেয়ারবাজারের লেনদেন চিত্র। যেভাবে সূচক ও লেনদেন বাড়ছে তা বিনিয়োগকারীদের জন্য খুবই ইতিবাচক। ধারাবাহিক উত্থানে লোকসান কাটিয়ে মুনাফার প্রত্যাশায় রয়েছে বিনিয়োগকারীরা। আজকের বাজার বিনিয়োগকারীদের সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। রবিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে বন্ধ থাকার চলতি সপ্তাহ মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এই ৪ কার্যদিবসেই টানা উর্ধ্বমূখীয় ছিল বাজার। এর ফলে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বেড়েছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৯৪ পয়েন্ট, যা চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮ পয়েন্টে। চলতি সপ্তাহের ৪ দিনে সূচক বেড়েছে ১৭৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, চলতি সপ্তাহের গত তিন কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (১০ জুলাই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। তবে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও টাকার লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১০ জুলাই) সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮.০৩ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮.৬২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৬টির দর বেড়েছে, ১২৮টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৭৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ০৯ জুলাই লেনদেন হয়েছিল ৬৯০ কোটি ৬২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১১ কোটি ৬০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮১.৬৫ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ