ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
ট্রাম্পের নিশানায় পুতিন, বিস্ফোরক মন্তব্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে পুতিন বহু মানুষ হত্যা করছেন বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৯ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের বিরুদ্ধে অনেক কথা বলেন। যদিও তিনি ভদ্রভাবে কথা বলেন কিন্তু পরে দেখা যায় এসবের আসলে কোনো মানে নেই। তিনি অনেক মানুষ হত্যা করছেন— তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনীয়রাও মরছে।”
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, “আমি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।” তবে নিষেধাজ্ঞা আরোপ করবেন কি না— সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। তিনি বলেন, “এখনই সব বলে দিলে তো চমকের কিছু থাকবে না।”
এ সময় তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনার বিষয়েও মন্তব্য করেন।
অন্যদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইউরোপ কখনও ইউক্রেনকে ছেড়ে দেবে না। যুক্তরাজ্য ও ফ্রান্স একটি যৌথ জোট গড়ে ইউক্রেনের পাশে থাকবে বলেও জানান তিনি।
ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শান্তির পথ তৈরিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব কারণ ইউক্রেনে যা ঘটছে তা আমাদের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।”
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে অস্ত্রের মজুদ কমে যাওয়ায় কিছু সরঞ্জাম সরবরাহ আপাতত স্থগিত করা হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। যদিও এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে একাধিকবার কথা বলেও তিনি কোনো অগ্রগতি আনতে পারেননি।
গত মে মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয় এবং একটি বন্দি বিনিময় চুক্তি হয়। তবে যুদ্ধবিরতিতে এখনও সমঝোতা হয়নি।
এদিকে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সঙ্গে আলোচনার পরবর্তী তারিখ চূড়ান্ত হলে তারা আনুষ্ঠানিকভাবে জানাবে।
সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার দূরপাল্লার হামলা বেড়েছে এবং যুদ্ধক্ষেত্রেও একাধিক ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। সোমবার রাশিয়া দাবি করে, তারা দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত