ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
সপ্তম দিনে গড়ালো হাসিনার সাক্ষ্যগ্রহণ
.jpg)
গত বছরের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সপ্তম দিন আজ অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে, ২০ আগস্ট ষষ্ঠ দিনের শুনানিতে চারজন সাক্ষী—ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না এবং শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল—তাদের জবানবন্দি প্রদান করেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।
১৮ আগস্ট পঞ্চম দিনের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং প্রত্যক্ষদর্শী রাজশাহীর বাসিন্দা জসিম উদ্দিন। আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন।
প্রসঙ্গত, মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
পূর্ববর্তী শুনানিতে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যার মধ্যে ১৭ আগস্ট সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম, ৬ আগস্ট রিনা মুর্মু ও সাংবাদিক একেএম মঈনুল হক, ৪ আগস্ট পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভীন এবং ৩ আগস্ট আন্দোলনে আহত প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মণ।
এ মামলায় প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ এনেছে। ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
৮,৭৪৭ পৃষ্ঠার এ অভিযোগপত্রে ৮১ জন সাক্ষী, ২,০১৮ পৃষ্ঠার তথ্যসূত্র, ৪,০০৫ পৃষ্ঠার জব্দতালিকা ও প্রমাণাদি এবং ২,৭২৪ পৃষ্ঠায় শহীদদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে।
এই ঐতিহাসিক মামলায় প্রত্যাশিত বিচারের দিকে দেশবাসী ও আন্তর্জাতিক মহল দৃষ্টিপাত করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত