ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শিকাগোতে সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

২০২৫ আগস্ট ২৪ ১১:২৬:২৪

শিকাগোতে সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যেই এই পরিকল্পনার ওপর কাজ শুরু করেছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্পের প্রশাসন শহরে অপরাধ, গৃহহীনতা ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন হতে পারে।

গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “শিকাগো একেবারে এলোমেলো অবস্থায় আছে। আমরা সেটি ঠিক করব।” এ সময় তিনি শহরটির মেয়রকেও সমালোচনা করেন।

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, “ভবিষ্যৎ কোনো অভিযানের বিষয়ে আমরা আগে থেকে কিছু বলতে চাই না। আমরা নিয়মিত অন্যান্য সংস্থার সঙ্গে ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষায় কাজ করি।” হোয়াইট হাউস এ বিষয়ে এখনো মন্তব্য করেনি।

ইলিনয় গভর্নর জেবি প্রিট্‌জকার বলেন, ফেডারেল সরকার শিকাগোতে সামরিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে অঙ্গরাজ্যকে অবহিত করেনি এবং “মৌলিক জরুরি অবস্থা নেই।” তিনি ট্রাম্পের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যে সেনাদের ব্যবহার ও ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেন।

শিকাগো মেয়র ব্র্যান্ডন জনসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ “সমন্বয়হীন, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক।” তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরে শহরে হত্যাকাণ্ড ৩০%, ডাকাতি ৩৫% এবং গুলির ঘটনা প্রায় ৪০% কমেছে।

এর আগে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তিনটি অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর ওয়াশিংটন ডিসিতে শত শত ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দেন যদিও বিচার বিভাগীয় তথ্য অনুযায়ী রাজধানীতে সহিংস অপরাধের হার গত ৩০ বছরে সর্বনিম্ন পর্যায়ে ছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত