ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শিকাগোতে সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যেই এই পরিকল্পনার ওপর কাজ শুরু করেছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্পের প্রশাসন শহরে অপরাধ, গৃহহীনতা ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন হতে পারে।
গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “শিকাগো একেবারে এলোমেলো অবস্থায় আছে। আমরা সেটি ঠিক করব।” এ সময় তিনি শহরটির মেয়রকেও সমালোচনা করেন।
পেন্টাগন এক বিবৃতিতে জানায়, “ভবিষ্যৎ কোনো অভিযানের বিষয়ে আমরা আগে থেকে কিছু বলতে চাই না। আমরা নিয়মিত অন্যান্য সংস্থার সঙ্গে ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষায় কাজ করি।” হোয়াইট হাউস এ বিষয়ে এখনো মন্তব্য করেনি।
ইলিনয় গভর্নর জেবি প্রিট্জকার বলেন, ফেডারেল সরকার শিকাগোতে সামরিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে অঙ্গরাজ্যকে অবহিত করেনি এবং “মৌলিক জরুরি অবস্থা নেই।” তিনি ট্রাম্পের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যে সেনাদের ব্যবহার ও ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেন।
শিকাগো মেয়র ব্র্যান্ডন জনসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ “সমন্বয়হীন, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক।” তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরে শহরে হত্যাকাণ্ড ৩০%, ডাকাতি ৩৫% এবং গুলির ঘটনা প্রায় ৪০% কমেছে।
এর আগে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তিনটি অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর ওয়াশিংটন ডিসিতে শত শত ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দেন যদিও বিচার বিভাগীয় তথ্য অনুযায়ী রাজধানীতে সহিংস অপরাধের হার গত ৩০ বছরে সর্বনিম্ন পর্যায়ে ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত