ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৯ ১১:১৫:৪২
ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

প্রায় চার দশক পর আবারও ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন। যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমের গোয়েন্দা তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেইজিং তেহরানে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি পাঠিয়েছে এবং ইরান ইতোমধ্যেই সেই চালান গ্রহণ করেছে।

সাধারণত ইরান বাইরের দেশ থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে না বরং নিজেদের সামরিক কারখানায় অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে। তবে মাঝে মধ্যে রাশিয়া থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি কিনে থাকে। বর্তমানে দেশটির অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে কেনা।

‘মিডলইস্ট আই’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইরান। এতে তারা বুঝতে পারে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ দুর্বল। এই উপলব্ধির পরই চীনের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি সংগ্রহের সিদ্ধান্ত নেয় তেহরান।

চালানে কতটি ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি রয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সংঘর্ষের পর এবারই প্রথম কোনো বিদেশি দেশ থেকে সরাসরি অস্ত্র আনলো ইরান।

গত ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘর্ষে ইরানের ৯০০ জনের বেশি মানুষ নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এতো বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না।

ইরানের অর্থনীতি প্রধানত তেল রপ্তানির ওপর নির্ভরশীল। তবে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে ইরানি তেল রপ্তানি কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায়ও চীনই দীর্ঘদিন ধরে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে রয়েছে।

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালেও চীন মুখে কেবল নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে। তবে সাম্প্রতিক অস্ত্র চালান চীন-ইরান সম্পর্কের ঘনিষ্ঠ মিত্রতার স্পষ্ট ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকের শেষ দিকে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে চীন তেহরানকে এইচওয়াই-২ ‘সিল্কওয়ার্ম’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। দীর্ঘ বিরতির পর এবার আবারও শুরু হলো চীনের ইরানে অস্ত্র সরবরাহ।

তথ্য : মিডলইস্ট আই

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত