ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৮ ১২:৫৯:৩৪
নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকের সময় ট্রাম্পের হাতে মনোনয়নের আবেদনপত্র তুলে দেন নেতানিয়াহু।

মঙ্গলবার (৮ জুলাই) রয়টার্স ও দ্য গার্ডিয়ান জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে নেতানিয়াহুর চিঠিতে উল্লেখ রয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, গাজাকে একটি উন্মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা উচিত যেখানে মানুষ স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ পাবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইসরায়েল। এমন কিছু দেশ খুঁজে বের করার চেষ্টা চলছে যারা তাদের কথার বাস্তবায়ন চায় এবং ফিলিস্তিনিদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই লক্ষ্যে তারা সঠিক পথেই এগোচ্ছে।

মনোনয়ন চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন, “আমি শুধু ইসরায়েলিদের পক্ষ থেকে নয় বরং বিশ্বজুড়ে ইহুদি জনগণের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি (ট্রাম্প) এই সম্মানের সত্যিকারের যোগ্য।”

জবাবে ট্রাম্প বলেন, “আপনার মুখে এমন কথা শুনে আমি সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য খুবই অর্থবহ।”

এই মনোনয়ন ছিল ট্রাম্পের জন্য চলতি বছরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। এর আগে গত মাসে পাকিস্তানও তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার ঘোষণা দেয়। এছাড়া মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টার নোবেল কমিটিকে একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পকে মনোনীত করেন।

কার্টার চিঠিতে উল্লেখ করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধ এবং ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ট্রাম্পের ভূমিকা ছিল ‘অসাধারণ ও ঐতিহাসিক’। তিনি লিখেন, “অনেকের কাছে যেটি অসম্ভব মনে হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের মাধ্যমে তা সম্ভব হয়েছে। যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়ার ক্ষেত্রে তিনি সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছেন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত