ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকের সময় ট্রাম্পের হাতে মনোনয়নের আবেদনপত্র তুলে দেন নেতানিয়াহু।
মঙ্গলবার (৮ জুলাই) রয়টার্স ও দ্য গার্ডিয়ান জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে নেতানিয়াহুর চিঠিতে উল্লেখ রয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, গাজাকে একটি উন্মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা উচিত যেখানে মানুষ স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ পাবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইসরায়েল। এমন কিছু দেশ খুঁজে বের করার চেষ্টা চলছে যারা তাদের কথার বাস্তবায়ন চায় এবং ফিলিস্তিনিদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই লক্ষ্যে তারা সঠিক পথেই এগোচ্ছে।
মনোনয়ন চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন, “আমি শুধু ইসরায়েলিদের পক্ষ থেকে নয় বরং বিশ্বজুড়ে ইহুদি জনগণের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি (ট্রাম্প) এই সম্মানের সত্যিকারের যোগ্য।”
জবাবে ট্রাম্প বলেন, “আপনার মুখে এমন কথা শুনে আমি সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য খুবই অর্থবহ।”
এই মনোনয়ন ছিল ট্রাম্পের জন্য চলতি বছরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। এর আগে গত মাসে পাকিস্তানও তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার ঘোষণা দেয়। এছাড়া মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টার নোবেল কমিটিকে একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পকে মনোনীত করেন।
কার্টার চিঠিতে উল্লেখ করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধ এবং ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ট্রাম্পের ভূমিকা ছিল ‘অসাধারণ ও ঐতিহাসিক’। তিনি লিখেন, “অনেকের কাছে যেটি অসম্ভব মনে হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের মাধ্যমে তা সম্ভব হয়েছে। যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়ার ক্ষেত্রে তিনি সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি