ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে 

২০২৫ আগস্ট ২২ ১৫:৫৬:২১

আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে 

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার নির্ধারিত মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।

শেয়ারবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনর্বাসনের লক্ষ্যে এই বিশেষ তহবিল গঠন করা হয়েছিল। বর্তমানে এটি শেয়ারবাজারের মধ্যস্থতাকারীদের বিনিয়োগ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আইসিবি এ বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে লিখিত আবেদন পাঠিয়েছে।

আইসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “আগামী ২০২৭ সালের ডিসেম্বরে তহবিলের মেয়াদ শেষ হবে। আমরা চাই এটি আরও পাঁচ বছর বাড়ানো হোক, যাতে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত এর কার্যকারিতা বজায় থাকে। পাশাপাশি ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে অর্থ পুনরুদ্ধারের বিকল্পও রাখতে চেয়েছি।”

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাজারে বড় ধরনের দরপতন হয়। এতে বাজার মূলধন ও সূচক উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০১৪-১৫ অর্থবছরের শুরুতে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৩৪০ পয়েন্ট, যা বছর শেষে নেমে আসে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে।

তবে চলতি বছরের জুলাই থেকে ব্যাংকিং খাত ও কিছু মৌলিক শেয়ারের প্রভাবে বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, তহবিলের মেয়াদ না বাড়ানো হলে মধ্যস্থতাকারীদের ঋণ ফেরত দিতে হবে, যা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ তারা তহবিলের অর্থ বাজারে বিনিয়োগ করেছেন, মেয়াদ শেষ হলে বাধ্য হয়ে শেয়ার বিক্রি করতে হতে পারে।

তহবিল থেকে ঋণ নেওয়া এক ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক জানান, “আমরা পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করেছি। কিন্তু দীর্ঘদিনের মন্দার কারণে তহবিলের ক্ষতি হয়েছে। বাজারে অস্থিতিশীলতা থাকলে ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্যই তহবিলের মেয়াদ বাড়ানো প্রয়োজন।”

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত