ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

এবার মুখোমুখি চীন-ভারত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৫ ১০:১৩:৫৭
এবার মুখোমুখি চীন-ভারত

চতুর্দশ দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে আসন্ন রোববার (৬ জুলাই) হিমাচল প্রদেশের ধর্মশালায় আয়োজন করা হয়েছে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের যেখানে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে পঞ্চদশ দালাই লামার নাম। এই ঘোষণা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র মাহেন্দ্রক্ষণ হলেও তা এখন রূপ নিয়েছে ভারত ও চীনের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনে।

দালাই লামার উত্তরসূরি নির্ধারণকে কেন্দ্র করে নয়াদিল্লি ও বেইজিংয়ের অবস্থান স্পষ্টভাবে পরস্পরের বিরোধী। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সম্প্রতি বলেছেন, একমাত্র বর্তমান দালাই লামা ও তার প্রতিষ্ঠিত ধর্মীয় সংগঠনই পরবর্তী উত্তরসূরি নির্ধারণের অধিকার রাখে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা জানিয়েছে চীন এবং ভারতকে সতর্ক বার্তা দিয়েছে যাতে তিব্বত-সম্পর্কিত বিষয়ে ‘সতর্ক ও দায়িত্বশীল’ পদক্ষেপ নেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ভারতের উদ্দেশে বলেন, “দালাই লামার বিচ্ছিন্নতাবাদী অবস্থান সম্পর্কে ভারতের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিব্বত নিয়ে ভারতের প্রতিশ্রুতি যেন লঙ্ঘিত না হয়।” বেইজিং দাবি করছে, দালাই লামার উত্তরসূরি অনুমোদনের অধিকার চীনেরই রয়েছে।

বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বিশ্বাস ও ধর্মচর্চার স্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্মীয় বিষয় নিয়ে সরকার কোনো অবস্থান নেয় না। তবে বাস্তবে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এই অনুষ্ঠান সফল করতে সব ধরনের সহায়তা দিচ্ছে—নিরাপত্তা থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট পর্যন্ত।

চতুর্দশ দালাই লামা আগে থেকেই জানিয়েছিলেন, তার ৯০ বছর পূর্ণ হলে উত্তরাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং তার উত্তরসূরি চীনের বাইরে জন্ম নেবেন। সেই ঘোষণা অনুযায়ী, রোববার আত্মপ্রকাশ করবেন পঞ্চদশ দালাই লামা।

চীনের প্রকাশ্য আপত্তি সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী। এতে স্পষ্ট, ধর্মীয় আবরণে মোড়ানো এই আয়োজন হয়ে উঠেছে আঞ্চলিক প্রভাব বিস্তারের এক নতুন মঞ্চ—যেখানে ধর্ম আর কূটনীতি ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ভারত চীন

সর্বোচ্চ পঠিত