ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
মায়ানমারে জান্তা সরকারের অধীনে প্রথম নির্বাচন ২৮ ডিসেম্বর
অবশেষে মায়ানমারে সেনাসমর্থিত জান্তা সরকার দেশটিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। জান্তা সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী ২০২১ সালে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর এটিই হতে যাচ্ছে প্রথম নির্বাচন।
ক্ষমতা দখলের পর মায়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে। দেশটির জনপ্রিয় নেত্রী অং সান সু চি-কে কারাগারে পাঠানো হয় এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-কে নিষিদ্ধ করা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে নতুন এই নির্বাচনে এনএলডির অংশগ্রহণের সম্ভাবনা নেই বললেই চলে।
এর আগে সেনা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করলেও দেশজুড়ে ছড়িয়ে থাকা সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নির্বাচন পেছাতে হয়। তবে দীর্ঘ অপেক্ষার পর এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করলো জান্তা সরকার।
বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। কারণ জান্তা সরকার রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে, সাংবাদিকতা সীমিত করা হয়েছে এবং বহু বিরোধী নেতাকে এখনো আটক রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে মায়ানমারে সর্বশেষ প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে অং সান সু চি’র নেতৃত্বে এনএলডি বিপুল ব্যবধানে জয়লাভ করে। সেই নির্বাচনটি ছিল ১৯৯০ সালের পর দেশটির প্রথম গ্রহণযোগ্য নির্বাচন।
নতুন ঘোষিত ২০২৫ সালের ডিসেম্বরের নির্বাচন মায়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।
সূত্র: বিবিসি বাংলা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়