ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
নির্বাচনে সরকারকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সততা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক ‘অফিসার্স অ্যাড্রেসে’ তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন। দেড় ঘণ্টাব্যাপী এই ভাষণে সেনাপ্রধান নির্বাচনের দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মাঠে দায়িত্ব পালনের সময় সব মহলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। বাহিনীর শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে। প্রতিশোধমূলক কোনও কাজে জড়ানো যাবে না।" তিনি আরও বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর ‘চেইন অব কমান্ড’ অক্ষুণ্ন রাখতে হবে।
সেনাবাহিনীকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যের বিষয়ে সেনাপ্রধান বলেন, "এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং নিজেরাই লজ্জিত হবে।"
একইসাথে তিনি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দেন। রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, "অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনও সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।" এছাড়া, আরেকজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতেও কাউকে সাজা দেওয়া হবে না।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে সেনাপ্রধান বলেন, "একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে আগে থেকেই খেয়াল রাখতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার