ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
নির্বাচনে সরকারকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সততা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক ‘অফিসার্স অ্যাড্রেসে’ তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন। দেড় ঘণ্টাব্যাপী এই ভাষণে সেনাপ্রধান নির্বাচনের দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মাঠে দায়িত্ব পালনের সময় সব মহলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। বাহিনীর শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে। প্রতিশোধমূলক কোনও কাজে জড়ানো যাবে না।" তিনি আরও বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর ‘চেইন অব কমান্ড’ অক্ষুণ্ন রাখতে হবে।
সেনাবাহিনীকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যের বিষয়ে সেনাপ্রধান বলেন, "এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং নিজেরাই লজ্জিত হবে।"
একইসাথে তিনি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দেন। রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, "অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনও সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।" এছাড়া, আরেকজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতেও কাউকে সাজা দেওয়া হবে না।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে সেনাপ্রধান বলেন, "একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে আগে থেকেই খেয়াল রাখতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল