ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের আহ্বান চিকিৎসকদের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৯ ২০:৪৮:১৬
তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের আহ্বান চিকিৎসকদের

বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং তামাক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠকের সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ। তাদের মতে, তামাক কোম্পানির মতামত গ্রহণ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি।

মঙ্গলবার (১৯ আগস্ট) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘অধূমপায়ীদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব: চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এই দাবিগুলো তুলে ধরা হয়।

সেমিনারে মূল প্রবন্ধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, "বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ তামাকজনিত রোগে মারা যাচ্ছে এবং প্রায় ৪ লাখ মানুষ পঙ্গু হচ্ছে। এছাড়া, ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন।" তিনি বলেন, এই পরিস্থিতিতে "স্টেকহোল্ডার মিটিংয়ের" নামে তামাক কোম্পানির মতামত নেওয়ার সিদ্ধান্ত এফসিটিসি (ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল) চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।

সভাপতির বক্তব্যে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণাকেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, "তামাকজনিত কারণে প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ মারা যায়। এই প্রতিরোধযোগ্য মৃত্যু ঠেকাতে আইন সংশোধনে দেরি করা গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, বাংলাদেশ এফসিটিসি চুক্তিতে স্বাক্ষরকারী প্রথম দেশগুলোর একটি হয়েও তামাক কোম্পানির মতামত নিচ্ছে, যা সম্পূর্ণ জনস্বার্থবিরোধী।

ডা. রাসকিন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তামাকবিরোধী অবস্থানের কথা স্মরণ করে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র ভবিষ্যতেও তামাক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করবে।

সেমিনারে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একমত হন যে, মুনাফাভিত্তিক তামাক কোম্পানির মতামত জনস্বাস্থ্য নীতিতে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই এবং সরকারকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংশোধনী দ্রুত অনুমোদন করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত