ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
অভিবাসী বিক্ষোভ থেকে উত্তপ্ত মার্কিন রাজনীতি
লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী ধরপাকড়ের প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে শুরু হয়েছে কঠোর বাকযুদ্ধ।
ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি এক টুইটে বলেন, "ট্রাম্প শান্তি চান না, তিনি বিভাজন ও উত্তেজনা উসকে দিতে চান। তাঁর আন্দোলন গণতন্ত্রে বিশ্বাস করে না। সুযোগ পেলে তাঁরা আইনের শাসনের অবসান ঘটাবেন।"
আরেক ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বলেন, "ক্যালিফোর্নিয়ার অনুমতি ছাড়াই ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন অসাংবিধানিক এবং তাতে পরিস্থিতির অবনতি ঘটবে। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলার সময় নীরব ছিলেন এবং পরে হামলায় যুক্ত অনেককে তিনি ক্ষমাও করে দিয়েছেন।"
মার্কিন অভিবাসন দপ্তর আইসির ধরপাকড়ের প্রতিবাদে গত রোববার লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের ব্যাপক বিক্ষোভ হয়। ফেডারেল ভবনের সামনে বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অন্তত ছয়টি সামরিক যান ও দাঙ্গা প্রতিরোধ বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় টিয়ার গ্যাস।
এ ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের মধ্যে মুখোমুখি অবস্থান ও বাকযুদ্ধ দেখা দেয়। গভর্নর নিউসাম বলেন, "ট্রাম্প শুধু নাটক দেখাতে চান। এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার।’ ট্রাম্প পাল্টা অভিযোগ করেন, নিউসাম নিজ রাজ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।"
তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতা। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, "আমরা বলপ্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতি অনুসরণ করি, যা বিদেশ ও দেশের ভেতর দুটিতেই প্রযোজ্য। এটা কঠোর পদক্ষেপ নয়।"
রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংকফোর্ড বলেন, "আসলে ট্রাম্প উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করছেন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে নানা বস্তু ছুড়েছে।"
তিনি আরও বলেন, "২০২০ সালে সিয়াটল ও পোর্টল্যান্ডে বর্ণবৈষম্যবিরোধী বিক্ষোভের সময়ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।"
যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসনবিরোধী ধরপাকড় ও তা ঘিরে ছড়িয়ে পড়া বিক্ষোভ জাতীয় পর্যায়ে অভিবাসন নীতি, নাগরিক প্রতিবাদের অধিকার এবং অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের যৌক্তিকতা নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। পাশাপাশি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা এবং মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কেও নতুন করে প্রশ্ন তুলছে এই ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ