ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

‘ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে উত্তর কোরিয়া’

২০২৫ ডিসেম্বর ২৬ ১২:৪৭:৫৩

‘ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে উত্তর কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক:উত্তর কোরিয়া আগামী কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করার পথে এগোচ্ছে এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাতে জানা গেছে, আগামী পাঁচ বছর দেশটি ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।

২০২৫ সালের শেষ প্রান্তিকে উত্তর কোরিয়ার একাধিক বড় অস্ত্র কারখানা পরিদর্শনকালে কিম জং উন বলেন, জাতীয় প্রতিরক্ষা শক্তি টিকিয়ে রাখতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এসব শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর ওপর জোর দেন।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, অস্ত্র কারখানাগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণসংক্রান্ত কয়েকটি খসড়া নথিতে অনুমোদন দিয়েছেন কিম জং উন। এসব নথি ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কংগ্রেসে উপস্থাপন করা হবে। ওই কংগ্রেসে উত্তর কোরিয়ার পরবর্তী পাঁচ বছরের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

এদিকে এর একদিন আগে উত্তর কোরিয়া জানায়, কিম জং উন তাঁর কন্যাকে সঙ্গে নিয়ে প্রায় ৮ হাজার ৭০০ টন ওজনের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

একই সময়ে দেশটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে বলে জানানো হয়, যা সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব উদ্যোগ উত্তর কোরিয়ার সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক এর অন্যান্য সংবাদ