ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)

২০২৫ ডিসেম্বর ২৩ ২০:৩৪:৪২

জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)

সরকার ফারাবী: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20)-এর ২৬তম হাই-ভোল্টেজ ম্যাচে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গালফ জায়ান্টস এবং এমআই এমিরেটস। ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এমআই এমিরেটসের অধিনায়ক।

ম্যাচের বর্তমান অবস্থা

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ইতিবাচকভাবে করেছে গালফ জায়ান্টসের দুই ওপেনার। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গালফ জায়ান্টসের সংগ্রহ ০.৩ ওভারে ৬ রান, কোনো উইকেট না হারিয়ে। ক্রিজে থাকা দুই ব্যাটার এমআই এমিরেটসের বোলারদের উপর চাপ তৈরির লক্ষ্য নিয়ে শুরু থেকেই শট খেলছেন।

কন্ডিশন ও মাঠের তথ্য

আবুধাবির এই পিচটি সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। তবে রাতের এই ম্যাচে ফ্লাডলাইটের নিচে শুরুতে পেসাররা কিছুটা মুভমেন্ট পেতে পারেন। এমআই এমিরেটস সেই সুযোগটি নিতেই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, গালফ জায়ান্টস চাইবে আগে ব্যাটিং করে একটি বড় সংগ্রহ দাঁড় করাতে, যাতে প্রতিপক্ষের উপর চাপের পাহাড় তৈরি করা যায়।

লিগ টেবিলের লড়াইয়ে টিকে থাকতে এবং নিজেদের অবস্থান মজবুত করতে এই ম্যাচে জয় উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গালফ জায়ান্টসের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বনাম এমআই এমিরেটসের তুখোড় বোলিং আক্রমণের মধ্যে আজ এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ