ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহ থেকে একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা ধীরে ধীরে তাদের জমা অর্থ উত্তোলন শুরু করতে পারবেন। প্রাথমিকভাবে প্রতিটি গ্রাহক আমানত বিমার আওতায় একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ব্যবস্থা গ্রাহকদের সুবিধার্থে নেওয়া হয়েছে যাতে তারা ঝামেলামুক্তভাবে তাদের টাকা তুলতে পারেন।
পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একত্রিত হয়ে নতুনভাবে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই ব্যাংকে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে, যা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
ব্যাংকের কর্মকর্তারা জানান, নিজস্ব শাখা থেকে গ্রাহকরা তাদের অর্থ উত্তোলন করতে পারবেন। তবে, যাদের একাধিক হিসাব রয়েছে, তারা শুধু একটি হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইভাবে, একাধিক ব্যাংকে হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত পরিমাণ টাকা উত্তোলনের সুযোগ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যাদের হিসাবে দুই লাখ টাকা বা কম, তারা একবারে সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। তবে যাদের হিসাবে দুই লাখের বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে—৬০ বছরের বেশি বয়সী বা ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনা কল্যাণ ভবনে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে সরকার প্রদান করছে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে।
দেশব্যাপী এই ব্যাংকগুলোর ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকায় একাধিক শাখা মিলিয়ে একটি বা দুটি করা হবে। খরচ কমাতে ইতোমধ্যে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ হ্রাস করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ