ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলার তেল পরিবহনে নজরদারি ট্রাম্পের

২০২৫ ডিসেম্বর ২৫ ১৭:২৫:২০


ভেনেজুয়েলার তেল পরিবহনে নজরদারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজ ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত বন্ধ করার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ দিয়েছে। সামরিক বাহিনী আগামী কমপক্ষে দুই মাসভেনেজুয়েলার তেল পরিবহনের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণকার্যক্রমে মনোনিবেশ করবে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটন সরকার ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের পথকে অধিক গুরুত্ব দিচ্ছে এবং ঐতিহ্যগত সামরিক উদ্যোগের চেয়ে এই কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আপাতত সামরিক হামলার বদলেঅর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করাহচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য, যাতে করে ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ বাড়ানো যায় এবং তাদের রাজনীতিগত ও অর্থনৈতিক শর্ত পেতে বাধ্য করা যায়।

মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পযদিও প্রকাশ্যে অতটা স্পষ্ট নয়, ব্যক্তিগতভাবে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টনিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে জানানো হয়েছে। ট্রাম্প সম্প্রতি বলেন,মাদুরোর উচিত পদত্যাগ করা।

মহামূল্যবান তেল রপ্তানির ওপর এই প্রবল নিয়ন্ত্রণের মানে হলো ভেনেজুয়েলার অর্থনীতি আরও ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে জানিয়ে মার্কিন কর্মকর্তারা জানান, যদি দেশটি যুক্তরাষ্ট্রের শর্তে উল্লেখযোগ্য ছাড় না দেয়।

এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রেমাদক পাচারের জন্য দায়ীকরেছে এবং এই অভিযোগের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকায় আসা কিছু নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বহু দেশবেআইনি হত্যাকাণ্ডহিসেবে নিন্দা জানিয়েছে।

এই মাসেই মার্কিন কোস্ট গার্ড ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার তেলবাহী দুটিট্যাংকার আটক করেছেএবং আরও একটি জাহাজ জব্দের প্রস্তুতিও চলমান রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূতসামুয়েল মনকাদাঘোষণা করেছেন, “ভেনেজুয়েলা কোনো হুমকি নয়; বরং আসল হুমকি হলো যুক্তরাষ্ট্র সরকার।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত