ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর উগ্রপন্থি হিন্দুত্ববাদী গ্রুপের হামলা

২০২৫ ডিসেম্বর ২৬ ১২:৩০:৫৭

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর উগ্রপন্থি হিন্দুত্ববাদী গ্রুপের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক স্থানে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বড়দিনের অনুষ্ঠান বাধাগ্রস্ত করা, খ্রিস্টানদের হেনস্তা করা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় খ্রিস্টধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বড়দিনের মৌসুমকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটছে দাবি করে ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স জানিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এসব কর্মকাণ্ডের তারা কোনো শর্ত ছাড়াই তীব্র নিন্দা জানাচ্ছে।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিন ও তার প্রস্তুতির সময় যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে আয়োজিত ‘ক্রিস্টমাস ক্যারল’ গাওয়া শিল্পীদের ওপর হামলা, চার্চে ধর্মীয় সমাবেশে বাধা এবং উৎসব অনুষ্ঠানে হেনস্তার ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক স্থানে চার্চে ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করা এবং উৎসব উদ্‌যাপনকারীদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। নির্যাতিত খ্রিস্টানদের সহায়তায় কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ওপেন ডোরস’ জানিয়েছে, শুধু বড়দিনের সময়েই ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

এসব ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা মধ্যপ্রদেশের জাবালপুরে। সেখানে বড়দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে প্রকাশ্যে হেনস্তা ও মারধর করতে দেখা যায় বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভাকে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিরোধী দল কংগ্রেস ঘটনাটিকে ‘বর্বরতা ও নির্মমতার জ্বলন্ত উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছে। সমালোচনার মুখে বিজেপি ভারঘাভাকে শোকজ নোটিশ দিলেও তিনি কোনো ভুল করেননি বলে দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, এখনো এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ ছাড়া ওড়িশা ও দিল্লিতে ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনার ভিডিওতে দেখা গেছে, কোথাও সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তিদের হেনস্তা করা হচ্ছে, কোথাও বড়দিনের সাজে থাকা নারীদের লক্ষ্য করে আগ্রাসী আচরণ করা হচ্ছে। এসব ঘটনায় উগ্র হিন্দুত্ববাদীরা ‘হিন্দু রাষ্ট্রে খ্রিস্টধর্ম প্রচারের’ অভিযোগ তুলে বড়দিন উদ্‌যাপনে বাধা দেয়। কিছু ক্ষেত্রে অভিযুক্তরা সংঘবদ্ধ উগ্রপন্থী মবের সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে।

পরিস্থিতি মোকাবিলায় ক্যাথলিক বিশপস’ কনফারেন্স ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইন প্রয়োগ জোরদার ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, এসব হামলা সংবিধান স্বীকৃত ধর্ম পালনের মৌলিক অধিকারকে সরাসরি ক্ষুণ্ন করছে।

খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য অনুযায়ী, চলতি বছর ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি সহিংস হামলার ঘটনা ঘটেছে।

প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতে খ্রিস্টানরা মোট জনসংখ্যার ২.৩ শতাংশ। হিন্দু ও মুসলিমদের পর দেশটির তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী তারা। সাম্প্রতিক এসব ঘটনা ভারতের ধর্মীয় সহাবস্থান ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত