ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

বিবিসি-রয়টার্সে আলোচিত সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ২০:১৪:২৫

বিবিসি-রয়টার্সে আলোচিত সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশেষ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের ‘অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তাঁর এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে, তবে ৬০ বছর বয়সী এই জিয়াপুত্রই হবেন দেশের নতুন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির লাখ লাখ সমর্থকের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স তাদের প্রতিবেদনে ঢাকার বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত বিস্তৃত বিশাল জনসমুদ্র এবং লাখো নেতাকর্মীর গগণবিদারী স্লোগানের কথা তুলে ধরেছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসরত তারেক রহমান আজ দুপুরে সপরিবারে জন্মভূমিতে পা রাখেন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের আগামী নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত